বুধবার, ৩১ অক্টোবর, ২০১২

*** ফেসবুক টাইমলাইনকে দিন প্রফেশনাল লুক ***



আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই। নিশ্চয়ই ভাল। আজকে আপনাদের জন্য আনকোরা একটি টিপস নিয়ে এলাম সাথে হালকা একটা ডাউনলোড। প্রথমে আমার ফেসবুক আইডিতে ক্লিক করুন। লিংক: http://www.facebook.com/mdnsr  
             

সকল মানুষই সৌন্দর্য প্রিয়। আপনি যাই হোন না কেন আপনার সব কিছুতে যদি একটা আর্টের ছোঁয়া রাখেন তবে অবশ্যই আপনি অন্য দশ জনের থেকে ভিন্ন হবেন। ফেসবুক নতুন টাইমলাইন এক্টিভেট করেছে। যা ইতিমধ্যেই আপনাদের অনেকেরই প্রোফাইলে এক্টিভেট হয়েছে। আমি আমার এই পোষ্টে ফেসবুক আইডির Cover Photo ও Profile Photo এর কম্বিনেশেন করে কিভাবে দারুন একটা প্রফেশনাল লুক দেয়া যায়, তারই একটা ধারনা দিব। আপনার প্রোফাইল আপনিই মনের মত করে সাজাবেন, আমি শুধু আপনাকে ধারনাটাই দিবো। কাজটি করার পর আপনার টাইমলাইনকে মনে হবে একটি কভার ফোটো দিয়েই পুরোটা সাজান হয়েছে। এই কাজটি করার জন্য অনলাইনে অনেক সাইট আছে, যেখানে আপনি আপনার পছন্দের ছবি আপলোড করবেন, তারা তা সাইজ করে আপনাকে একটি কভার ও একটি প্রোফাইল ছবি দিবে। কিন্তু ঐ কাজটি যদি আপনি নিজে করতে পারেন তাহলে তার মজাই আলাদা। চলুন আপনার সাথে সাথে আমিও সেই মজাটা উপভোগ করি।  

নোট: এই টিপসটি শুধুমাত্র ফেসবুক পারসোনাল প্রোফাইলের জন্য। ফেসবুক পেজ ও পারসোনাল প্রোফাইলের মধ্যে একটু হালকা পার্থক্য আছে। পেজের জন্য ইনশাল্লাহ আরেকদিন দেখা হবে।
নিচের মিডিয়াফায়ারের লিংক হতে .psd ফাইলটি ডাউনলোড করুন।
লিংক: http://www.mediafire.com/?pa2fgnjqrcs4edl
Adobe Photoshop এর মাধ্যমে ডাউনলোডকৃত ফাইলটি ওপেন করুন। নিচের ছবির মত আসবে।
১. প্রথমে কভার ফোটো তৈরী করবো। এর জন্য আপনি 958 X 450 px বা তারও বেশি আকারের একটি ছবি নিবেন তাহলে বিভিন্ন এঙ্গেলে এডিট করতে পারবেন।
ছবি নেয়ার জন্য আপনি এডোবি ফটোসপের Files > browse… এ ক্লিক করুন। এখান থেকে আপনার পছন্দের ছবি বেছে নিন। এবং তাতে ডাবল ক্লিক করুন।

২. এখন tool প্যানেল হতে move tool সিলেক্ট করুন। এর পর আপনার ছবিটাকে ড্রাগ করে আমার দেয়া psd ফাইল যা আপনি অলরেডি ওপেন করেছেন তাতে ছেড়ে দিন। আপনার ছবিটা চলে আসবে।
এখানে একটা বিষয় যে আমার দেয়া টেমপ্লেট লেয়ার যেন আপনার ইমেজ লেয়ারের উপরে থাকে। নিচের ছবি দেখুন
  ৩.

এখন ছবিতে আপনি ইচ্ছামত গ্রাফিক্স উপাদান যোগ করুন ( অপশনাল )।

৪. আপনার যাবতীয় এডিটিং করা শেষ হলে এখন সময় হলো ফেসবুকের জন্য দারুন একটা কভার ফোটো ও প্রোফাইল ছবি তৈরী করার। ভেরি ইন্টারেস্টিং তাই নয় কি???

৫. এখন টেমপ্লেট লেয়ার সিলেক্টেড অবস্থায় ফটোসপের ম্যাজিক ওয়ান্ড টুলটি (Magic Wand tool ) সিলেক্ট করুন। উপরের অপশন প্যানেলের দিকে তাকান। এখানের tolerance 0 করুন, contiguous এ চেক দিন এবং Anti-aliased এ আনচেক করুন।

৬. এখন প্রোফাইল পিকচারের যে বক্স আছে তার ভিতরে ক্লিক করুন। দেখবেন ভিতরের অংশ সিলেক্টেড অবস্থায় আছে।

৭. ফটোসপের টপ মেনু হতে সিলেক্ট করন: Image > Crop ৮. এখন আবার মেনু হতে File > Save as… ক্লিক করুন।Save as উইন্ড্রো চালু হবে। এখানের Save in এর যায়গায় আপনি আপনার তৈরী কৃত ছবিটি কোথায় রাখবেন তা দেখিয়ে ‍দিন। File name এর যায়গায় যেকোন নাম দিন। Formate এর পাশে ড্রপডাউন মেনু হতে সিলেক্ট করুন JPEG বা আপনার পছন্দনীয় কিছু। তারপর Save এ ক্লিক করুন। Quality টা medium রেখে ok করুন। আপনার প্রোফাইল পিক তৈরী হয়ে গেল। ৯. এখন ফটোসপের টপ মেনু হতে Edit > Step Backward এ ক্লিক করুন। দেখবেন আপনার ফুল টেমপ্লেট ইমেজটি আবার চলে এসেছে।  

এখন আপনার সময় হয়েছে ফেসবুকের জন্য কভার ফটো তৈরী করার।

১. এখন লেয়ার প্যানেল থেকে TEMPLATE BORDER টা ডিস্যাবল করে দিন।

২. এখন আপনি আবার মেনু হতে File > Save as… ক্লিক করুন।Save as উইন্ড্রো চালু হবে। এখানের Save in এর যায়গায় আপনি আপনার তৈরী কৃত ছবিটি কোথায় রাখবেন তা দেখিয়ে ‍দিন। File name এর যায়গায় যেকোন নাম দিন। Formate এর পাশে ড্রপডাউন মেনু হতে সিলেক্ট করুন JPEG বা আপনার পছন্দনীয় কিছু। তারপর Save এ ক্লিক করুন। Quality টা medium রেখে ok করুন।

আপনার কভার পিকচার তৈরী হয়ে গেল।   পোষ্টতো পড়লেনেই। কাজে লাগাবেন ইনশাল্লাহ। কিন্তু আপনাদের কাছ থেকে স্বতস্ফুর্ত সাড়াতো পাই না। কেউ কোন কমেন্ট করেন না, ভাল কি খারাপ হইলো কিছুই তো বলেন না। এইরকম যদি কিছু না বলেন তাহলে কি নতুন পোষ্ট করার আগ্রহ জাগে???? যাই হোক ভাল থাকবেন। আর নিজের প্রোফাইলকে প্রফেশনাল লুক দিবেন। ধন্যবাদ।    

আমার যেকোন পোষ্টের ব্যাপারে কোন প্রশ্ন থাকলে বা আপনি যদি মোবাইল, কম্পিউটার ও প্রযুক্তি বিষয়ক কোন তথ্য জানতে চান তাহলে দেখা করুন আমার কবিরাজি দাওয়াখানায় যা আমার প্রিয় পিসিহেল্পলাইন বিডি ব্লগের অন্য একটি পৃষ্ঠাতে শেয়ার করা হয়েছে। নিচে তার লিংক দিলাম।

কবিরাজি দাওয়াখানা : http://www.pchelplinebd.com/archives/35013  

আমার আজকের এই পোষ্টটি আমার প্রিয় একজন ব্লগার শ্রদ্ধেয় মো: জাকির হোসেন ভাই, যাকে আমি নিয়মিত অনুসরন করি, তার আজকে বিবাহ বার্ষিকী উপলক্ষে উৎসর্গ করলাম।
ধন্যবাদ। সবাই ভাল থাকবেন।